Shopndeli কি?

Shopndeli একটি শপ বা শপিং মল খোজার এবং শপের প্রোডাক্ট খোজার ওয়েবসাইট যেখানে ভিজিটার গণ যেকোন শপিং মল অথবা নির্দিষ্ট কোন শপ সহজেই লকেইট করতে পারবে এবং যেকোন শপের পন্যের জন্য অর্ডার অথবা শপ মালিক কে প্রোডাক্ট সম্পর্কে মেসেজ করতে পারবে। প্রয়োজনে ভিজিটার সরাসরি শপে ভিজিট করতে পারবে।Shopndeli মেম্বার হতে কি লাগবে?

 • ছবি এবং মুল্য সহ পন্যের তালিকা।
 • পন্যের ভিডিও লিংক থাকলে লিস্টে দিবেন।
 • শপ ব্যানার পিকচার অন্তত একটি।
 • শপের নাম ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদী 
 

শপ মালিকগণের সুবিধা

 • Shopndeli তে ভিজিটার গণ অতি সহজে আপনার শপটি পেয়ে যাবে।
 • ভিজিটার গণ আপনার সকল পন্য ছবি সহ আপনার নির্দিষ্ট পেইজ দেখতে পারবে।
 • পন্যে্র লাইভ ভিডিও অথবা ইউটিউব লিংক আপনার পেইজে রাখতে পারবেন।
 • ভিজিটার গণ আপনার পন্য লাইক বা উইশ করতে পারবে যেটা আপনি ভিজিটারের ফোন নাম্বার সহ দেখতে পারবেন।
 • ভিজিটার আপনাকে পন্যে জন্য অর্ডার বা মেসেজ করতে পারবে।
 • আপনার শপের ঠিকানা, লোকেশন মেপ দেয়া থাকবে তাই ভিজিটার গণ আপনার শপে আসতে পারবে।
 • ভিজিটার আপনাকে ফলো করতে পারবে। আপনার ফলোয়ার সংখ্যা আপডেট হতে থাকবে।
 • আপনার সাথে কানেক্টেড সকল ভিজিটারের ফোন সহ লিস্ট আপনার কাছে আপডেট হতে থাকবে।
 • পন্যের ডেলিভারি শপ মালিক নিজের দায়িত্তে করতে পারবেন অথবা Shopndeli এর মাধ্যমে পারবেন।

 
 

Shopndeli তে মেম্বার হতে চার্জ দিতে হবে?

Shopndeli দুই ধরনের মেম্বারশিপ অফার করে

 • ফ্রী মেম্বারশিপঃ সব সময়ই ফ্রী।
 • প্রিমিয়াম মেম্বারশিপঃ যে সকল ফ্রী মেম্বার Shopndeli এর সকল সুভিধা আনলিমিটেড পেতে চান তারা তাদের মেম্বারশিপ নির্ধারিত চার্জ দিয়ে প্রিমিয়াম মেম্বারশিপে আপডেট করতে পারবেন।

Shopndeli কখনোই শপের সেল এর উপর কন্ট্রল বা সেল এর উপর কোন কমিশন চার্জ করবে না। 

what's on your mind?
  Loading...